আইএসের রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ নিহত
ইরাকে ইসলামিক স্টেট বা আইএসের রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর বরাতে বিবিসি অনলাইন জানায়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ওই বিশেষজ্ঞ মারা যায়। মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, নিহতের নাম আবু মালিক। সে আইএসের রাসায়নিক অস্ত্রের সক্ষমতা যাচাই-বাছাই করে দেখে থাকে। যুক্তরাষ্ট্রের দাবি, আবু মালিক সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের যুগে রাসায়নিক অস্ত্র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। তারপর ইরাকের আল-কায়েদা এবং সবশেষে আইএসে যোগদান করে। মার্কিন জোট আইএস লক্ষ্য করে ইরাক ও সিরিয়ায় এ পর্যন্ত ২ হাজারের মতো বিমান হামলা চালায়। গত ২৪ জানুয়ারি মসুলে এমনই এক হামলায় নিহত হয় মালিক। মালিকের মৃত্যুর ফলে আইএসের রাসায়নিক অস্ত্র উৎপাদন ও ব্যবহারের ক্ষমতা কমে আসবে বলে মনে করে যুক্তরাষ্ট্র।