Connecting You with the Truth

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিবেন ইব্রা

s-4

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

স্পোর্টস ডেস্ক:

সুইডেনের ফুটবল তারকা জ¬াতান ইব্রাহিমোভিচ এবার দেশের হয়ে তার বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আর দু’টো মৌসুম খেলার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিবেন বলে ঘোষণা দিলেন ইব্রা। সুইডেন এবার ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারেনি। তাই বিশ্বমঞ্চ মাতাতে দেখা যায়নি তাকে। ইব্রা বর্তমানে প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলছেন। পিএসজির সঙ্গে তার চুক্তিও শেষ হবে ২০১৬ সালে। আর ক্লাবের সঙ্গে ৩২ বছর বয়সী সুইডিশ তারকার চুক্তি শেষ হলে ফুটবল দুনিয়াকে বিদায় জানাবেন বলে জানালেন তিনি। ইএসপিএন-এ দেয়া এক স্বাক্ষাতকারে ইব্রা বলেন, ‘পরের মৌসুমে আমি ৩৪ বছরে পা দিব। সে বয়সে আমি হয়তো আমার সেরা খেলাটা দিতে পারব না। তাই সম্ভবত তখন ফুটবলকে বিদায় জানাব।’ ইব্রা সুইডেনের হয়ে ম্যাচ খেলেছেন ৯৮টি। দেশের জার্সি গায়ে গোল করেছেন ৪৮টি। ২০১২ সালে বর্তমান ক্লাব পিএসজির হয়ে মাঠে নেমেছেন ৬৮ ম্যাচে। এর আগে মিলানে খেলেছেন ইব্রা। অ্যাজাক্স, ইন্টার মিলান, জুভেন্টাস ও বার্সেলোনার মতো বড় বড় ক্লাবে খেলে মাঠ মাতিয়েছেন সুইডিশ এ গোল মেশিন।

Comments
Loading...