আপিলের পর সুযোগ মিলল সুয়ারেজের
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের সেই কামড়কাণ্ডের পর চলে গেছে অনেকদিন। ওই ঘটনার পর এ বিষয়ে আধো-আধো কয়েকটি কথা বললেও, স্পষ্ট করে এতদিন কিছু বলেননি মেসির নতুন সতীর্থ লুইস সুয়ারেজ। এই প্রথম গণমাধ্যমের সামনে প্রতিশ্র“তি দিলেন এমন কাণ্ড তিনি আর করবেন না। লিভারপুলের সাবেক এই স্ট্রাইকারকে সব ধরণের ফুটবল থেকে চারমাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু গত সপ্তাহে তার এক আপিলের পর তাকে বার্সার হয়ে শুধু মাত্র প্রীতি ম্যাচে খেলার অনুমতি দেয়া হয়। এফসি লিওনের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিট বাকী থাকতে ৯ নম্বর জার্সি পরে গত ২৪ জুনের পর তিনি প্রথম মাঠে নামেন। ‘আমি আমার ভক্তদের বলছি। চিন্তার কোনো কারণ নেই। এই কাজ আমি আর করব না।’ প্রতিশ্র“তি দিয়েছেন সুয়ারেজ। সুয়ারেজের প্রতিশ্র“তিতে বার্সা কর্মকর্তাদের চিন্তা হয়তো একটু দূর হতে পারে। কেননা ১০৮ মিলিয়ন ইউএস ডলার দিয়ে তাকে কিনে এনে বসিয়ে রাখতে নিশ্চয়ই চাইবে না ক্লাবটি। এবার দেখার বিষয় সুয়ারেজ কী করেন- এই প্রতিশ্র“তি রক্ষা করেন, নাকি ক্লাব আর নিজের পায়ে কুড়াল মারেন!