আফগান গোয়েন্দা অফিসে আত্মঘাতী গাড়ি বোমা হামলা
আফগানিস্থানের জালালাবাদে আফগান গোয়েন্দা অফিসে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও তালেবান বন্দুক ধারীদের হামলায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে বহুসংখ্যক মানুষ।
শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
আফগানিস্থানের নানগার্হার প্রদেশের গভর্ণরের মুখপাত্র আহমেদ জিয়া আব্দুলজাই আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, তালেবান যোদ্ধারা প্রথমে নানগার্হার প্রদেশের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিইরিটি (এনডিএস) অফিসে আত্মঘাতী গাড়িবোমা হামলা করে এবং পরে কয়েকজন আফগান তাদের অফিসে হামলা চালায়।
এনডিএস কর্তৃপক্ষ জানায়, এ হামলায় তাদের অন্তত তিনজন কর্মী নিহত হয়েছে। এনডিএস কর্মীরাও পাল্টা গুলি ছোড়েন।
নানগার্হার সরকারী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ছয়টি মৃতদেহ গ্রহণ করেছে এবং বর্তমানে ২৬ জন আহত অবস্থায় এখানে ভর্তি আছে।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ্ মুজাহিদ গণমাধ্যমের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় এ হামলার দায় স্বীকার করেছেন এবং দাবি করেছেন হামলায় কতিপয় এনডিএস এজেন্ট নিহত হয়েছে।
আফগানিস্থানে গোয়েন্দা সংস্থাগুলো প্রতিনিয়তই তালেবানের হামলার শিকার হচ্ছে।