Connecting You with the Truth

আবার গানে ফিরলেন ন্যান্সি

nancy-19thবিনোদন প্রতিবেদক:
জীবনে কত ঘটনাই না ঘটে। তবুও জীবন থেমে থাকে না। সামনে এগিয়ে চলে। সংগীতশিল্পী ন্যান্সিও ক্ষণিকের মন্দ সময় পেরিয়ে এসেছেন। প্রায় একমাস পর গানে ফিরলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। ২ সেপ্টেম্বর গুলশানে দুপুরে শিল্পী শফিকের স্টুডিওতে তার সঙ্গে ‘কত ভালোবাসলে তোমায় ভরবে এ হৃদয়’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দেন ন্যান্সি। গানটির সুর ও সংগীত পরিচালনা করছেন প্রীতম হাসান। এটি শফিকের তৃতীয় অ্যালবামে থাকবে। নাম ‘যত ভালোবাসি কমই মনে হয়’। গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গানটি আগামী কোরবানির ঈদে প্রকাশ হবে। আর প্রথমবার খালিদ হাসান মিলুর সুযোগ্য পুত্র প্রীতমের সঙ্গে কাজ করে ভালো লাগলো।’ এদিকে ফুয়াদ নাসের বাবুর স্টুডিওতে ২ সেপ্টেম্বর বিকেলে একটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দেবেন ন্যান্সি। সব মিলিয়ে আগের মতোই প্রাণবন্তভাবে গানে নিয়মিত হয়ে উঠছেন তিনি।

Comments
Loading...