Connecting You with the Truth

 আরো সন্ত্রাসী হামলা হবে বলে হুঁশিয়ারি দিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন পররাষ্ট্র দফতর বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী আমেরিকার নাগরিকদের সন্ত্রাসী হামলা ও সহিংসতার জন্য প্রস্তুত থাকার জন্য হুঁশিয়ার করে দিয়েছে। প্যারিস সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ, বা তাদের অনুসরণকারী কিংবা স্বতন্ত্র কয়েক ব্যক্তিসহ যারাই সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলো পরিচালনা করুক না তাতে মার্কিন নাগরিকদের নিরাপত্তা জোরদারের প্রয়োজন দেখা দিয়েছে। এতে, নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মার্কিন নাগরিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার এবং সতর্কতা বাড়ানো পরামর্শ দেয়া হয়। মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, ইরাক ও সিরিয়ায় আইএসআইএল’এর বিরুদ্ধে বিমান হামলা চালানোয়, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থান এবং নাগরিকরা প্রতিশোধমূলক হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। সিরিয়া সরকারকে উৎখাতের লক্ষ্যে আইএসআইএল সন্ত্রাসীদের প্রথম প্রশিক্ষণ দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। ২০১২ সালে জর্দানে তাদের এ প্রশিক্ষণ দেয়া হয়। এদিকে ফ্রান্সে সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করেছে আইএসআইএল। এ ছাড়া, ব্রিটেন এবং আমেরিকায় আরো সন্ত্রাসী হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে এ গোষ্ঠী। তাকফিরি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত আবু সাদ আল-আনসারি ইরাকের মসুল শহর থেকে দেয়া এক বিবৃতিতে ফ্রান্সে হামলার দায়িত্ব স্বীকার করেছে। এ ছাড়া, আগামীতে আমেরিকা, ব্রিটেনসহ অন্যান্য স্থানে হামলা করা হবে বলেও হুমকি দিয়েছে আল-আনসারি।

Comments