Connecting You with the Truth

আরো ৫ বছর ম্যান সিটিতে আগুয়েরো

s-6
স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনার তারকা ফুটবলার সার্জিও আগুয়েরোর সঙ্গে চুক্তি বাড়িয়েছে ম্যানচেস্টার সিটি। আরো পাঁচ বছরের জন্য ম্যান সিটিতেই এ আর্জেন্টাইনকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে ম্যান সিটিতে যোগ দেন আগুয়েরো। আরো পাঁচ বছরের চুক্তি নবায়ন হওয়ায় এবার তিনি ইতিহাদের জার্সি গায়ে খেলবেন ২০১৯ সাল পর্যন্ত। অ্যাতলেতিকোর সাবেক এ স্ট্রাইকার চুক্তি নবায়ন প্রসঙ্গে বলেন, ‘এই ক্লাব আমার কাছে বিশেষ কিছু। ক্লাবের ভক্ত, সমর্থকরা, স্টাফরা, এখানের আবহাওয়া, সুযোগ-সুবিধা সব কিছুই আমার কাছে অসাধারণ মনে হয়।’ আর্জেন্টিনার হয়ে ৫৫ ম্যাচ খেলা ২৬ বছর বয়সী আরো বলেন, ‘প্রতি বছর আমি চেষ্টা করি আগের বছরের পারফরমেন্সকে টপকে যেতে। গত মৌসুমে এ ক্লাবের হয়ে ভাল খেলেছি। কিন্তু আমি প্রিমিয়ার লিগের মাত্র দু’টো শিরোপা নিয়ে সন্তুষ্ট নই। আমি আরো শিরোপা জিততে চাই এ ক্লাবের হয়ে। আর আমার বিশ্বাস সতীর্থদের নিয়ে এবার আরো বেশি কিছু অর্জন করব।’ ম্যান সিটির এ স্ট্রাইকার সাবেক ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলেছেন ১৭৫টি ম্যাচ। গোল করেছেন ৭৪টি। তারও আগে খেলেছেন ইনডিপেন্ডেন্ট ক্লাবে (৫৪টি ম্যাচ, ২৩টি গোল)। আর বর্তমান ক্লাব ম্যান সিটির হয়ে ৮৭ ম্যাচে মাঠে নেমেছেন। গোল করেছেন ৫২টি।



Comments
Loading...