Connecting You with the Truth

আশুলিয়ায় এক হাইস্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আশুলিয়া প্রতিনিধি:
রাজধানীর সন্নিকটে আশুলিয়ার গোপালবাড়ি নবীন প্রগতি হাইস্কুলে ১৬ই আগস্ট শিক্ষা-প্রতিষ্ঠানটির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ কবির। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আব্দুল করিম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গফুর মিয়া, সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন, ধামসোনা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আব্দুল লতিফ মণ্ডল, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতিন, মেম্বার ও শিক্ষানুরাগী মঈনুল ইসলাম ভূঁইয়া ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থী এবং অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave A Reply

Your email address will not be published.