Connecting You with the Truth

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুভসূচনা করেছে ম্যানচেস্টার সিটি

s-6
স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। সেন্ট জেমস পার্কে নিউ ক্যাসলের ঘরের মাঠে তাদের ২-০ গোলে হারায় ম্যানুয়ের পেল্লেগ্রিনির শিষ্যরা। ম্যান সিটির এ জয়ে দারুন ভূমিকা রেখেছে স্পেনের ডেভিড সিলভা ও আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। ম্যাচের ৩৪ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দেওয়ায় হলুদ কার্ড দেখেন সিলভা। এর চার মিনিট পর ম্যাচের ৩৮ মিনিটে গোল করে দলকে লিড পাইয়ে দেন সিলভা। পেল্লেগ্রিনি ম্যাচের ৮৩ মিনিটে ইডেন জেকোকে মাঠ থেকে তুলে আগুয়েরোকে নামান। ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন আগুয়েরো। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা। দিনের অপর ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে সাউদাম্পটনকে হারিয়ে শুভসূচনা করেছে সুয়ারেজবিহীন লিভারপুল। দলের হয়ে গোল করেন রাহিম স্টারলিং এবং ড্যানিয়েল স্টুরিজ। সাউদাম্পটনের হয়ে গোল করেন নাথানেইল ক্লিন।


Comments
Loading...