ইউপি নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন কমিশনার
ভাঙ্গা থেকে মোঃ রবিউল ইসলাম ঃ নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) জাবেদ আলী বলেছেন আগামী ২০ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। ভোটাররা র্নিভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
গত মঙ্গলবার সন্ধায় উপজেলা হল রুমে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ উপলক্ষে প্রশাসনের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনার জাবেদ আলী আরো বলেন এবার ভোট কেন্দ্রে বিভিন্ন বলয়ের নিরাপত্তা বাহিনী , পর্যবেক্ষক , সাংবাদিক ,সরকারী কর্মকর্তা-কর্মচারী এবং এজেন্টদের সামনে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন অনুঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রির্টারনিং অফিসার ফরিদুল ইসলাম ,ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার নুরুল আমিন, সহকারী কমিশনার (ভুমি) পুরবী গোলদার প্রমুখ।