ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৯
অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১৯ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো এক বিবৃতিতে বলেছেন, সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাভা দ্বীপ। সেখানে বন্যার পানি দুই মিটার উঁচু দিয়ে প্রবাহিত হয়েছে।
তিনি বলেছেন, কর্মকর্তারা ১৬ জন নিহতের খবর জানিয়েছে। এছাড়া আরো আটজন নিখোঁজ রয়েছে। এক হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারা অনুসন্ধান ও উদ্ধার দলের জরুরি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
জাভার পশ্চিম দিকে ভূমিধসে আরো তিনজন নিহত হয়েছে। সেখানে আরো একজন নিখোঁজ রয়েছে। ভূমিধসে দুইজন আহত হয়েছে। খবর: ফার্স্টপোস্ট।