Connecting You with the Truth

ইরানের আধিপত্য বিস্তারে ধর্মীয় যুদ্ধ হতে পারে – বেনিয়ামিন

মধ্যপ্রাচ্যে ইরানের কার্যক্রম ভাল মনে হচ্ছে না। দেশটি নতুন করে শরণার্থী সংকট তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরো বলেন, ইরান আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এ র ফলে ধর্মীয় যুদ্ধ বেঁধে যেতে পারে।

গতকাল সোমবার জার্মানির বার্লিনে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু এই মন্তব্য করেন।

এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পশ্চিমা বিশ্ব ইরানের ব্যালিস্টিক মিসাইল সীমিত করতে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হবে না। এ নিয়ে কোনো সমঝোতাও নয়।

তিনি তরুণদের যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, ইরান আরব বিশ্বে আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে সরে আসবে না। গতকাল এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন।-রয়টার্স।

Comments
Loading...