Connecting You with the Truth

উত্তর ধরলার গণমাধ্যমকর্মীদের শোক প্রকাশ

নাগেশ্বরী কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উত্তর ধরলার বাসিন্দা ও জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি গোলাম মোস্তফার পিতা ডা. আব্দুল ওয়াসেক আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তর ধরলার গণমাধ্যকর্মীরা। শোক বিবৃতিতে স্বাক্ষর করেন উত্তর ধরলার বিশিষ্ট সাংবাদিক মো. যুবরাজ খান, আনোয়ারুল হক, ডা. আব্দুল জলিল সরকার, রমজানুর রহমান বাবুল, মোক্তার হোসেন সরকার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আসাদুজ্জামান খোকন, শরিফ উদ্দীন আকুল, শামসুজ্জোহা সুজন, মো. শামীম হোসেন, ডা. মো. আব্দুল লতিফ, মমিনুল ইসলাম মুকুল, রবিউল আলম লিটন, আব্দুল জলিল মাস্টার, এএস খোকন, আরিফুর রহমান শাহীন, আমিনুর রহমান বাবু, এমদাদুল হক মন্টু, এসএম গোলাম মোস্তফা , মিজানুর রহমান মিন্টু, রফিকুল ইসলাম রফিক, আব্দুল গনি, হাফিজুর রহমান হৃদয়, এসকে বেলাল প্রমুখ।
বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

Comments
Loading...