Connecting You with the Truth

এ পি জে আবদুল কালামের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ শোকবাণী জানানো হয়।

শোকবাণীতে রাষ্ট্রপতি বলেন, “ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে বিশ্ববাসী একজন কৃতি পরমাণু বিজ্ঞানী হারালো। পরমাণু বিজ্ঞানে তার অবদান বিশ্ববাসী চিরদিন স্মরণ করবে।”  অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ে আবদুল কালামের অবদানের কথাও স্মরণ করেন আবদুল হামিদ।রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ড. আবদুল কালাম সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এ বক্তৃতাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments
Loading...