Connecting You with the Truth

এখনো আনফিট ক্লার্ক

s-3স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবার বাংলাদেশ একাদশের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশের হয়ে চোটাক্রান্ত অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক বেশ ভালোভাবে খেললেন, তখনই ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফরা হয়তো খুশীর নিঃশ্বাস ছেড়ে ছিলেন। কিন্তু সবাইকে বেলুনের মতো চুপসিয়ে দিতেই কিনা ক্লার্ক জানালেন, এখনো ওয়ানডে খেলার মতো ফিট তিনি হননি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন ক্লার্ক। এদিন তিনি কমপক্ষে ২৫ ওভার ফিল্ডিং করার টার্গেট করেই মাঠে নামেন। কিন্তু মাঠে ছিলেন ৩২ ওভার পর্যন্ত। একই সাথে ব্যাট হাতেও খেলেছেন ৩৪ রানের একটি ইনিংস। বলও করেছেন দুই ওভার। ক্রিকেট অস্ট্রেলিয়ার বরাত দিয়ে ক্লার্ক বলেন, ‘সুখের কথা হলো, আমি ম্যাচের ৩২ ওভার পর্যন্ত মাঠে ছিলাম। তারপরেও আমার কাছে মনে হয়েছে এখনো কিছু জিনিসের অভাব রয়েছে। যেটা আমাকে পূরণ করতে হবে। আর সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমি মনে করি ওয়ানডে ম্যাচ খেলার মতো শতভাগ ফিট এখনো আমি হয়নি।’ উল্লেখ্য, ক্লার্ককে বিশ্বকাপ খেলতে হলে আগামী ২১ ফেব্র“য়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নামতেই হবে। তা না হলে ফসকে যাবে ২০১৫ বিশ্বকাপ।

Comments
Loading...