Connecting You with the Truth

এটা করা ঠিক হয়নি: ন্যান্সি

Nancy (6)
বিনোদন প্রতিবেদক:
সম্প্রতি ঘুমের ওষুধ খেয়ে শিরোনাম হয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি। তাকে ঘিরে নানা ধরনের খবর চাউর হচ্ছে বিনোদন পাড়ায়। ঘুমের ওষুধ খাওয়ার কারণ হিসেবে কেউ কেউ মুখরোচক অনেক গল্পও শোনাচ্ছেন। তবে ওই ঘটনার পর এই প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই গায়িকা। বলেছেন, গত কয়েক মাস ধরে তার গানের বাজার ভালো যাচ্ছে না। ‘কোনো এক অজানা’ কারণে তার স্টেজ শো গুলো বাতিল হয়ে যাচ্ছে। আর এ কারণেই তিনি চরম হতাশায় ভুগছিলেন। ক্ষোভ প্রকাশ করে আরো বলেছেন, এভাবে চলতে থাকলে একদিন গানই ছেড়ে দিতে পারেন তিনি। কেন আপনি এমন পথ বেছে নিলেন – জানতে চাইলে তিনি বলেন, ‘এটা স্রেফ দুর্ঘটনা। নানা কারণে কয়েক মাস ধরে আমার মধ্যে হতাশা কাজ করছিল। ওই দিন রাগের মাথায় কাজটি করে ফেলেছি। এটা করা ঠিক হয়নি।’ ‘১০ মাস ধরে কোনো কারণ ছাড়াই আমার সব গানের শো বাতিল হয়ে যাচ্ছিল। আয়োজকদের জিজ্ঞেস করলে তারা দাবি করেন, আমার শোর নাকি টিকিট বিক্রি হয় না। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আমি তো বিশ্বাস করব না। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে।’ বলেন ন্যান্সি। ঘুম না হওয়ায় কয়েক মাস ধরে চিকিৎসকের পরামর্শে ঘুমের ওষুধ খাচ্ছিলেন উল্লেখ করে বলেন, ‘বাসায় দুই পাতা ঘুমের ওষুধ ছিল। শনিবার বিকেলে জেদের বশে তা থেকে কয়টি খেয়েছিলাম মনে নেই। এরপর তো অসুস্থ হয়ে পড়ি।’ কয়েকটি পত্রিকায় দাবি করা হয়েছে তিনি নাকি ৬০টি ঘুমের ওষুধ খেয়েছেন। এটা অস্বীকার করে তিনি বলেন, ‘মাথা খারাপ! ৬০টি ঘুমের ওষুধ খেলে কেউ বাঁচে?’


Leave A Reply

Your email address will not be published.