Connecting You with the Truth

এটিএম শামসুজ্জামানের ছেলে হত্যার রায় ৩১ অগাস্ট

Jailস্টাফ রিপোর্টার:
এটিএম শামসুজ্জামানের বড় ছেলে এটিএম কামালুজ্জামান কবির হত্যা মামলার রায় হবে আগামী ৩১ অগাস্ট, যে মামলায় আসামি এই অভিনেতার আরেক ছেলে এটিএম খলিকুজ্জামান কুশল। যুক্তিতর্ক শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন মামলার রায়ের দিন ঠিক করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া। ২০১২ সালের ১৩ মার্চ এটিএম শামসুজ্জামানের পুরানো ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্র নাথ ঘোষ লেনের বাসায় খুন হন কবির। ঘটনার পর এটিএম শামসুজ্জামান নিজেই ছোট ছেলে কুশলের বিরুদ্ধে সূত্রাপুর থানায় হত্যামামলা করেন। কুশল বর্তমানে কারাগারে আছেন। এই মামলায় ২০১২ সালের ২৫ জুন কুশলকে আসামি করে অভিযোগপত্র দেন সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মুনিরুল ইসলাম। ওই বছরের ৩১ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। মামলার বিচারে রাষ্ট্রপক্ষে ১৪ জনের সাক্ষ্য নেয়া হয়।

Comments
Loading...