Connecting You with the Truth

এবার জনপ্রিয় সঙ্গীতশিল্পী কণার চলতি বছরেই বিয়ে

b-8
বিনোদন ডেস্ক:
তারকাদের বিয়ে নিয়ে লুকোচুরি একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাস কয়েক হল মিডিয়া পাড়ার তারকাদের বিয়ের গুঞ্জন একের পর এক ভেসেই চলেছে। সম্প্রতি এই গুঞ্জন সফল পরিণতি ঘটিয়েছেন মডেল অভিনেত্রী সারিকা, সঙ্গীতশিল্পী পারভেজ ও অভিনেত্রী সীমানা। তাদের ক্ষেত্রে গুজবটাই এক পর্যায়ে সত্য প্রমাণিত হয়েছে। কুয়েতের এক ব্যবসায়িকে বিয়ে করছেন তিনবারের জাতীয় চলচ্চিত্র বিজয়ী অভিনেত্রী পপি। এমন খবর ভেসে বেড়িয়েছে মিডিয়া পাড়ার মানুষের মুখে মুখে। তবে পপি এই সংবাদটি নিছক গুজব ছাড়া কিছুই নয় বলেছেন। আপাতত বিয়ে করার কোন ইচ্ছে নেই তার। সম্প্রতি মিডিয়া পাড়ায় বিয়ের গুঞ্জনে আরও নতুন একজনের নাম যুক্ত হয়েছে। তিনিই আর কেউ নন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কণা। বেশ কিছু সংবাদ মাধ্যমে খবরটি এমন ভাবে প্রকাশ হয় যে, কণা চলতি বছরেই বিয়ে করছেন। এমনকি বিয়ের জন্য তিনি নাকি শপিং করাও শুরু করেছেন! ইতিপূর্বে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী বলেছিলেন যে ২০১৪ সালেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে বিয়ের বিষয়ে জানতে চাইলে কণা বলেছেন, আমার বিয়ে কিন্তু আমিই জানিনা। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক লুকিয়ে করবো কেন? যখন সময় হলে সবাইকে জানিয়েই সেটা করবো। যারা এই ধরণের মিথ্যা সংবাদ প্রচার করছেন তারা সত্য জানার পর সংবাদ প্রকাশ করবেন বলে তিনি জানান। বর্তমানে কণা চলচ্চিত্র গান ও জিঙ্গেলে কণ্ঠ দেয়া নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন।


Comments
Loading...