Connecting You with the Truth

এবারের ‘ইত্যাদি’ ফরিদপুরে

ittadiফরিদপুর প্রতিনিধি: হানিফ সংকেত পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে পল্লীকবি জসীমউদ্দীনের জন্মস্থান ফরিদপুরে। পল্লীকবির স্মরণে ফরিদপুরের কুমার নদীর তীরে তার পৈত্রিক বাড়ির সামনে প্রায় পঞ্চাশ হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় এবারের ‘ইত্যাদি’।

এবারের ‘ইত্যাদি’তে থাকবে ফরিদপুর ও পল্লীকবি জসীমউদ্দীন সম্পর্কে একটি তথ্যবহুল প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার অন্ধ শিল্পী হেলাল মিয়ার পরিবারের ওপর রয়েছে মানবিক প্রতিবেদন। যে পরিবারের সাতজন সদস্যই অন্ধ। রয়েছে আলোকচিত্রশিল্পী আবু তাহেরকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের গৌরবময় ইতিহাসসমৃদ্ধ দেশ স্পেনের বার্সোলোনায়। এবার মূল গান রয়েছে একটি। পল্লীকবি রচিত গানটি গেয়েছেন পান্থ কানাই। এছাড়া পল্লীকবির তিনটি গানের অংশ বিশেষের সমন্বয়ে তৈরি গানের সঙ্গে নেচেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী।

আগামী ২৯ জানুয়ারি রাত ৮টার সংবাদের পর ‘ইত্যাদি’র এ পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।

Comments
Loading...