কচুয়া বন বিভাগ অবশেষে উদ্ধার করল শুকুন পাখিটিকে
মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: বিশ্বব্যাপী আলোচিত চাঁদপুররের কচুয়া উপজেলার পালগীরি গ্রামে আগামনকৃত শুকন পাখিটি অবশেষে সাংবাদিকদের লেখালেখির পর কচুয়া উপজেলা বন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান আজ রবিরার সকালে তা উদ্ধার করে পালগীরি বাসস্ট্যান্ডে নিয়ে এসে একটি পিকাপ ভ্যান গাড়ী যোগে চাঁদপুর বন বিভাগ কায্যালয়ে নিয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন, স্থানিয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই মুন্সি সহ এলাকার গন্যমান্য ও উল্লেখ জনক দর্শনার্থী। পাখিটি ৪/৫ দিন যাবত লালন পালনকারী আব্দুল মাকে জানান, পাখিটির প্রতি তার মায়া লেগে গেছে। এত দিন তাকে মুরগ ও গরুর মায়স সহ বিভিন্ন আহার দিয়েছে। মালেক একজন অসহায়। পাখিটিকে খাওয়ানোর খরচের টাকা কেউ দিতে না চাইলেও চেয়ারম্যান মানবিক দৃষ্টিতে কিছু দেয়ার আশ্বাস প্রধান করেছেন । ওই বন বিভাগ কর্মর্কতা মিজানুর রহমান জানান, পাখিটিকে এখন আমরা চাঁদপুর নিয়ে চিকিৎসা করাবো এবং সে পুরোপুরি উড়ে যাওয়ার মত সুস্থহলে হয়ত আমাদের উর্ধ্বতন কর্মকর্তরা সিদ্ধান্ত নিয়ে তাকে মুক্ত আকাশে ছেড়ে দেবে। উল্লেখ্য যে, গত ৭ ডিসেম্বর ওই পাখিটি কোথাও থেকে দলচ্যত হয়ে উড়ে এস ওই গ্রামের মাটিতে পানি খাওয়ার জন্য নিচে নামার পর অসুস্থ্য থাকায় আর উড়ে যেতে পারেনি। পাখিটি এক নজর দেখার জন্য এ কয়েকদিন থেকে হাজার হাজার মানুষ ওই গ্রামে ছুটে আসে।