Connecting You with the Truth

কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকারসহ ২৫ লক্ষ টাকার মালামাল লুট

কচুয়া প্রতিনিধি, চাঁদপুর:
কচুয়ার দোয়াটি গ্রামে ডা. স্বপন মজুমদারের বাড়িতে শুক্রবার মধ্যরাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এতে সংঘবদ্ধ ১০/১৫ জনের অজ্ঞাত ডাকাত দল ওই বাড়ির ৪টি পরিবারের গৃহের লোকজনদের কৌশলে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫ ভরি গহনা, নগদ প্রায় ২ লক্ষ টাকা, ১টি ল্যাপটপ, ১৩টি মোবাইলসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটে নেয়।
এ ঘটনার খবর পেয়ে পরদিন শনিবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকদের জানান, ডাকাতির সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে অবিলম্বে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments
Loading...