Connecting You with the Truth

কলমের অপব্যবহার বন্ধের আহবান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি :  ১৭৭ জন অস্বচ্ছল, দায়িত্ব পালনকালে আহত ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা ভাতা প্রদান করেন তিনি।

শেখ হাসিনা বলেন, অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে পেশাদার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার চর্চা দেখতে চাই। স্বাধীন মত প্রকাশের সুযোগ নিয়ে এক শ্রেণির সাংবাদিক নামধারী ব্যক্তিবর্গ সমাজে অপসাংবাদিকতা চর্চা করছেন। আপনাদের পেশার স্বার্থে এসব ব্যক্তিবর্গের বিরুদ্ধে আপনাদেরই সোচ্চার হতে হবে। কলমের অপব্যবহার হলে, একদিন না একদিন সেটা প্রকাশ পায়।

তিনি বলেন, সাংবাদিকতার একটা নিয়মনীতি থাকতে হবে। প্রত্যেকেরই একটা গঠনমূলক চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে। আমি সব সময় চাইবো, মিডিয়ায় যেন এ ধরনের নিউজ না যায়, যা চরিত্র হনন করে। দেশ বা মানুষের ক্ষতি করে! এ সময় আরো উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংসদ সদস্য এ কে এম রহমত উল্ল্যাহ প্রমুখ।

Comments
Loading...