Connecting You with the Truth

কাউনিয়ায় কর্মহীন শ্রমজীবিদের খাদ্যসামগ্রী দিলেন মহিলা ভাইস চেয়ারম্যান


কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম করোনা ঝুঁকিতে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় স্বল্প আয়ের শ্রমজীবি দরিদ্র মানুষের মাঝে চাল ও আলু বিতরণ করেন তিনি।

প্রাণঘাতী করোনার প্রার্দূভাব রোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে কর্মহীন হয়ে পড়া অসচ্ছ-গরীব মানুষের পাশে দাঁড়াতে সীমিত ক্ষমতা নিয়ে এগিয়ে এসেছেন বলে জানিয়েছেন মোছাঃ আঙ্গুরা বেগম। সম্প্রতি করোনার ছোবলে দিশেহারা খেটে খাওয়া এসব মানুষকে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান।

ইতোমধ্যে ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় উপজেলার সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেন তিনি।

Comments
Loading...