Connecting You with the Truth

কাউনিয়ায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত


কাউনিয়া প্রতিনিধি,রংপুরঃ
রংপুরের কাউনিয়ায় প্রতি বছরের মতো এবারো প্রাথমিক বিদ্যালয় গুলোর পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জানুয়ারী) সকালে কাউনিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রধান শিক্ষক শাহ্ মোঃ ইকবাল হোসেন, সহকারি শিক্ষক অশোক কুমার, রচনা রাণী, মালেকা বেগম, ইসমত আরা প্রমূখ।

করোনার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সরকারি নির্দেশনা মোতাবেক নতুন বছর এ উপজেলার ১’শ ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকলেও নতুন বই পেয়ে বেজায় খুশি কোমলমতি শিক্ষার্থীরা।

Comments
Loading...