Connecting You with the Truth

কাউনিয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক কর্মশালা

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলায় আরডিআরএস এর সুশাসনের জন্য গণসংগঠন শক্তিশালীকরণ প্রকল্পের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক কর্মশালা গত বুধবার অডিটরিয়াম হলরুমে নির্বাহী অফিসার মো. আব্দুল মোতালেব সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আ. রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, অধ্যক্ষ মোফাজ্জল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সারওয়ার আলম মুকুল, মোস্তাক আহম্মেদ, কৃষক ফোরামের নুরুজ্জামান, আরডিআরএস কর্মসূচি ব্যবস্থাপক মাঠ সমন্বয় মেরিনা আহমেদ, সহকারী প্রকল্প সমন্বয়কারী আখতারুল আলম, পিছিয়ে পড়া ধনরাজ, অনন্ত কুমার, পূর্নিমা, জোসনা সূর্যিরানী প্রমুখ। পিছিয়েপড়া জনগোষ্ঠীকে সার্বিকভাবে সকলে মিলে সহযোগিতা করে মূল স্রোতধারায় ফিরিয়ে আনার বিষয়ে সকলে একমত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Comments
Loading...