Connecting You with the Truth

কারাগারে কামারুজ্জামানের সঙ্গে তার আইনজীবীদের সাক্ষাৎ

kamarujjamanস্টাফ রিপোর্টার:

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার আইনজীবীরা। শনিবার সকাল ১১টা ৫মিনিটে অ্যাডভোকেট মো. শিশির মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টার সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের জানান, “রিভিউ আবেদনের শুনানিসহ প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্য আমরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। রিভিউ আবেদনের শুনানি শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না জানতে চাইলে শিশির মনির বলেন, “সেটা পরের ব্যাপার, আগে রিভিউ আবেদনের শুনানি হোক।” কামারুজ্জামান সুস্থ ও স্বাভাবিক আছেন বলেও জানান অ্যাডভোকেট শিশির মনির।
মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত বছরের ৩ নভম্বের কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ। ১৮ ফেব্র“য়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এরপর গত ১৯ ফেব্র“য়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে পাঠান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলীসহ চারজন কামারুজামানের কনডেম সেলে গিয়ে পরোয়ানা পড়ে শোনান। পরে নিয়ম অনুসারে ১৫ দিন পর রায় পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। আপিল বিভাগে এ আবেদনের শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে।

Comments
Loading...