Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আসলাম কচুয়ায় গ্রেফতার

g
মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: অবশেষে বহুল আলোচিত কুমিল্লা কোতয়ালী মডেল থানার নূরপুর গ্রামের শীর্ষ সন্ত্রাসী আসলাম মিয়াকে চাঁদপুরের কচুয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। জানাযায়, আসলাম সোমবার সন্ধ্যায় তার শ্বশুর বাড়ি কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রাম এলাকায় এসে স্ত্রী কামরুন্নাহার ও তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে অশ্লিল ভাষার লেখার পোষ্টার টানাতে গিয়ে স্থানীয় লোকজন তাকে হাতে নাতে আটক করে কচুয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সরেজমিন গিয়ে বেশ কিছু পোষ্টারসহ তাকে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ এ কে,এম,এস ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান- কামরুন্নাহার স্বামীর দাবীতে আসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের একটি মামলা করেছে। আমাদের জানামতে, আসলাম কোর্টে হাজিরা না দেয়ায় এ মামলার গ্রেফতারী পরোয়ানা কুমিল্লা কোতয়ালী মডেল থানায় রয়েছে। আমরা তাকে ৫৪ ধারায় এবং শোন এরেষ্ট দেখিয়ে চাঁদপুর আদালতে প্রেরণ করবো। এদিকে কামরুন্নাহার জানান- প্রায় ২ বছর থেকে আমার স্বামী আসলাম আমার উপর নির্যাতনসহ আমার পরিবারের লোকজনদের বিরুদ্ধে ১১টি মিথ্যা মামলা দায়েরে করে বহু ক্ষতিগ্রস্থ করে আসছে। যাহা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশও হয়েছে। কামরুন্নাহার আসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ আইনের মাধ্যমে ন্যায় বিচার পাবার দাবী করেছে।

Leave A Reply

Your email address will not be published.