কুড়িগ্রামে চাকুরী জাতীয় করনের দাবীতে ৩ পৌরসভার কর্মচারীদের বিক্ষোভ ও মানব বন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি: চাকুরী জাতীয় করনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রামের ৩টি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার সকাল সাড়ে ১১ টায় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে কুড়িগ্রাম পৌরসভা কার্যালয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে কুড়িগ্রাম, উলিপুর ও নাগেশ্বরী পৌরসভার কর্মচারী ও কর্মকর্তারা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান বুলু, সাধারন সম্পাদক আকতারুজ্জামান রাসেল, মোঃ হোসেন আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে পৌরসভায় সকল কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী জাতীয়করনের দাবী জানান।