Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে ফেলানী হত্যা দিবস পালিত

krugram news pictureকুড়িগ্রাম প্রতনিধিি:

কুড়িগ্রামে গত বুধবার ফেলানী হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফেলানীর গ্রামের বাড়ী নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানার নাখারগঞ্জে নিজ বাড়িতে এতিমদের নিয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া ফেলানীর নামে নাখারগঞ্জ বাজারে একটি সড়কে “ফেলানী সড়ক নামকরণ” করা হয়। এ সময় রামখানা উপি চেয়ারম্যান শহীদ তালুকদার, নাগেশ্বরী উপজেলা বিএনপি নেতা মহির উদ্দিন ও রামখানা বিওপি সদস্যরা ও স্থানীয় প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
শোক দিবসের দিনফেলানির বাবা নূর ইসলাম আক্ষেপ করে এ প্রতিবেদককে বলেন-জেলা শহরের উর্দ্ধতন কর্মকর্তা সহ অনেককেই দোয়া মাহফিলের আসার জন্য অনুরোধ করেছিলাম কিন্তু কেউ-ই আসেননি। তাই কারো কোন সহযোগিতা ছাড়াই অনুষ্ঠান পার করেছি।

Leave A Reply

Your email address will not be published.