Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খালেদা জিয়াকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদার নির্দেশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামান এ নির্দেশ দেন আজ।

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে একই আদালতে খালেদা জিয়াকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার জন্য আদালতে আবেদন দাখিল করে সিনিয়র আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ কারাদণ্ড দেন আদালত। এ মামলায় আসামি খালেদার ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানসহ অপর ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত। তাদেরকে ২ কোটিরও বেশি অর্থদণ্ড দিয়েছেও আদালত।

Leave A Reply

Your email address will not be published.