Connecting You with the Truth

খুলনা বিভাগের উদ্ভাবন চর্চার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হলেন শার্শার আব্দুস সালাম

কামাল হোসেন,বেনাপোল: স্থানীয় সরকার উদ্ভাবন উৎসাহিতকরণ কর্মসূচী ২০১৬ এর আওতায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ উদ্ভাবন চর্চার স্মারক হিসেবে ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয় যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামকে। আজ মঙ্গলবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।
পুরস্কার গ্রহণ করে শার্শার নির্বাহী অফিসার আব্দুস সালাম বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ সম্মান শার্শা উপজেলার প্রতিটি মানুষের, সকল জনগণের, জনপ্রশাসনে কর্মরত আমার সকল সহকর্মীদের, সকল জনপ্রতিনিধিদের ও দেশসেরা জেলা প্রশাসক ড. মোঃ হুমায়ুন কবীর এর।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জিল্লার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ, মন্ত্রণালয়ের ও খুলনা বিভাগের প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ ও খুলনা বিভাগের সকল উপজেলা নির্বাহী অফিসাররা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক জনাব নিশ্চিন্ত কুমার পোদ্দার। বিডিপত্র/আমিরুল

Comments
Loading...