Connecting You with the Truth

খুলনাকে হারিয়ে ফাইনালে রাজশাহী কিংস

ক্রীড়া ডেস্ক: বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইটান্স সাত উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী কিংস।

বুধবার সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেছে মাহমুদউল্লাহর দল। ১২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী কিংস। রাজশাহীর পক্ষে অপরাজিত ৪২ রান করেন সাব্বির রহমান।

ব্যাট হাতে খুলনার আরিফুল হক অপরাজিত সর্বোচ্চ ৩২ রান করেন। ২২ করে রান করেন নিকোলাস পুরান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১১ রান করেন আব্দুল মাজিদ ও ১২ রান করেন হওয়েল। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ‍ছুঁতে পারেনি।

বল হাতে রাজশাহীর সামিত প্যাটেল ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন আফিফ হোসেন, ড্যারেন স্যামি ও কেসরিক উইলিয়ামস।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার ঢাকার কাছে হেরে যায় খুলনা। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে দারুণ এক জয় পায় রাজশাহী। বিডিপত্র/আমিরুল

Comments
Loading...