Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাংনীতে হেযবুত তাওহীদের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে অপ-রাজনীতিসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ। এরই ধারাবাহিকতায় গত রবিবার এক আলোচনা সভা করেছে মেহেরপুর জেলা হেযবুত তওহীদ।
এদিন বিকেল সাড়ে ৪ টার সময় গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়–ইগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেযবুত তওহীদের গাংনী উপজেলা সভাপতি জাহিদ মাহমুদের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের মেহেরপুর জেলা সভাপতি সাহারুল ইসলাম, রাইপুর ইউপি সদস্য মো. বকুল হোসেন, হেযবুত তওহীদের রাইপুর ইউনিয়ন সভাপতি নজিম উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, জসেব উদ্দীন, জিনারুল ইসলাম, জুবায়ের বিন সাদ, এমরান আলী, জয়নাল আবেদীন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.