Connecting You with the Truth

গাইবান্ধাসহ সারা দেশে ৮ ৯০ এলজিইডি কর্মচারীর মানবেতর জীবনযাপন

Lনিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা: গাইবান্ধাসহ সারাদেশে এলজিইডিতে মাস্টাররোলে কর্মরত ৮শ’ ৯০ জন কর্মচারীর চাকুরী ২০ বছর অতিক্রান্ত হলেও এখনও স্থায়ী করা হয় নি। ফলে অনিশ্চিত চাকুরী নিয়ে কর্মরত ওই কর্মকর্তারা এখন চরম উৎকণ্ঠায় মানবেতর জীবনযাপন করছে। তারা এব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা সংশ্লিষ্ট সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে।
জানা গেছে, গাইবান্ধা জেলাসহ সারা দেশে এলজিইডির গাড়ী চালক, রোলার চালক, অফিস সহায়ক, হিসাব সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী ও গার্ড পদে ২০ বৎসর যাবৎ এসব কর্মচারী প্রকল্পের/ মাস্টারোলে কাজ করে আসছেন। তাদের চাকুরী স্থায়ী করণের জন্য বাধ্য হয়ে তারা এব্যাপারে হাইকোর্টে ২০১০ সালে একটি রিট পিটিশন দায়ের করে। এতে হাইকোর্ট প্রকল্পভুক্ত মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের চাকুরী আত্বীকরণের জন্য নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে বিষয়টি আপিল করা হলেও আপিল আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখে। ফলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হোসেন এলজিইডির প্রধান প্রকৌশলীকে বিজ্ঞ উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক মাস্টাররোলের বিভিন্ন পদে কর্মরত কর্মচারীদের শূন্যপদে আত্মীকরণের জন্য নির্দেশ দেন। এজন্য তৎকালিন প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান দুই দফায় বেশ কিছু সংখ্যক মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের চাকুরী স্থায়ী করণ করলেও পরবর্তীতে বাকি কর্মরত কর্মচারীদের চাকুরী নিয়মিত করণের কোন উদ্যোগ বর্তমান প্রধান প্রকৌশলী এখন পর্যন্ত গ্রহণ করছেন না।

Comments
Loading...