Connecting You with the Truth

গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাগটের পানি বিপদসীমা অতিক্রম করেছে

গাইবান্ধা : গাইবান্ধা জেলার দু’টি প্রধান নদ-নদী ব্রহ্মপুত্র ও ঘাগট শুক্রবার রাতে বিপদসীমা অতিক্রম করেছে। এই দুই নদ-নদীর পানি বিপদসীমার যথাক্রমে ১৫ সেন্টিমিটার ও ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । এখানে চর এলাকাসহ নদী অববাহিকা প্লাবিত হয়েছে।

সূত্র জানায়, অতিবৃষ্টি ও উজান থেকে পাহাড়ী ঢলের পানি নেমে আসায় শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে।  পানি উন্নয়ন বোর্ড জানায়, এসময়ে ব্রহ্মপুত্রের পানি ২০ সেন্টিমিটার ও ঘাগটের পানি ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফুলছড়ি ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার এবং জেলা শহরের নিউব্রিজ রোড পয়েন্টে এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্রহ্মপুত্রের নদের পানি বৃদ্ধির ফলে সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি এবং সাঘাটা উপজেলার নদী অববাহিকা এলাকা প্লাবিত হয়েছে। পাট ও গ্রীষ্মকালীন সব্জি পানিতে তলিয়ে গেছে।

নদীর পানি বৃদ্ধির ফলে নদীর পার্শ্ববর্তী অনেক জায়গায় ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে রয়েছে চন্ডিপুর, কাপাশীয়া, কামারজানি, গিদারী, উড়িয়া, গজারীয়া, সাঘাট ও হলদিয়া ইউনিয়ন।

নদীভাঙ্গন ও বন্যাকবলিত মানুষ পার্শ্ববর্তী বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। গরু-ছাগল, হাঁস-মুরগিসহ গৃহস্থরা বাঁধের উপর ঠাঁই নিয়ে দুর্বিসহ দিন যাপন করছে।

Comments
Loading...