Connecting You with the Truth

গাইবান্ধায় শিবির সভাপতি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন শিবিরের সভাপতি মো. সেলিম প্রমাণিককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। সেলিম প্রমাণিক ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের আমিনুল প্রমাণিক ওরফে রানুর ছেলে।

ধাপেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন জানান, সেলিম প্রামাণিক শিবিরের একজন সক্রিয় ক্যাডার। তার বিরুদ্ধে রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকায় ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় সাদুল্যাপুর থানায় মামলা রয়েছে। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সাদুল্যাপুর থানার সেকেন্ড অফিসার মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেলিমের বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক নাশকতার অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments
Loading...