গাগা-রিহানার পাশে পড়শী
বিশ্বখ্যাত কণ্ঠশিল্পী লেডি গাগা ও রিহানার পাশে স্থান পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। বিশ্বের অন্যতম ভিডিও হোস্টিং সাইট ‘ভেভো’তে পড়শীর ‘শুধু তোরে’ গানটি আপলোড হয়েছে। গানটি ‘পড়শী-২’ অ্যালবাম থেকে নেয়া হয়েছে। ভিডিও হোস্টিং সাইট ‘ভেভো’তে সাধারণত লেডি গাগা-রিহানাদের মতো খ্যাতিমান শিল্পীদের গান প্রকাশ করা হয়ে থাকে। এবার তাদের কাতারে দাঁড়ালেন পড়শী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার জন্য খুবই সম্মানের বিষয়। দেড় মাস আগে ভেভোতে আমি আমার কিছু ভিডিও গান পাঠিয়েছিলাম। তারা তাদের সব শর্ত যাচাই-বাছাই করে গত শনিবার আমার গান আপলোড করেছে। তাছাড়া এ গানটি ইউ টিউবেও অনেকদিন ধরে দেখছেন দর্শকরা। পাশাপাশি গানটির ভিডিও চলতি মাসে আই টিউনসে প্রকাশ করা হয়েছে।’ ‘শুধু তোরে’ গানটি এর আগেও বেশ কয়েক বার ইউ টিউবে আপলোড হয়েছে। বিভিন্ন দফায় গানটি কয়েক লক্ষ বার দেখেছেন দর্শকরা। ‘শুধু তোরে’ গানটির কথাগুলো হচ্ছে, ‘কেন এত হারাবার ভয়/কেন মনে সংশয়/ভালোবেসে তোকে দূরে হারাবো/সে তো হবার নয়’। এতে পড়শীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন জুয়েল। এর ভিডিও নির্মাণ করেছেন রম্য খান। এদিকে, বাংলাদেশের নারী কণ্ঠশিল্পীদের মধ্যে পড়শীই প্রথম, যার গানের ভিডিও ভেভোতে প্রকাশিত হলো। এর আগে জুয়েল মোর্শেদের একটি গানও এখানে স্থান পেয়েছিল।