Connecting You with the Truth

গাছ থেকে আম পাড়ায় শিশুকে পিটিয়ে হত্যা

Pite-Hattaনারায়নগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গাছ থেকে আম পাড়ার অপরাধে তানজিলা (৮) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে ছাদু মিয়া নামে এক প্রতিবেশী। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
রোববার বিকেল ৪টায় আড়াইহাজার শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানজিলা একই এলাকার রবিউল ইসলামের মেয়ে।
তানজিলার মা হাসনা আরা জানান, দুপুরে একই এলাকার ছাদু মিয়ার গাছ থেকে আম পাড়ে তানজিলা। তাই ছাদু মিয়া তানজিলাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে লাশ গুম করতে বস্তায় ভরে নিজের ঘরের ভিতরে বড় কাঠের বাক্সে লুকিয়ে রাখে। সেখান থেকেই তানজিলার লাশ উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ‘হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযুক্ত ছাদু মিয়াকে আটক করা হয়েছে।’

Comments
Loading...