Connecting You with the Truth

গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নিহত আরও ৪৩ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) দিনব্যাপী এসব হামলায় উত্তর ও দক্ষিণ গাজায় অন্তত ৩৪ জন নিহত হন। বিভিন্ন সূত্র জানিয়েছে, এই আক্রমণে গাজার মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭৯৯ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ তিন হাজার মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলীয় বেইট লাহিয়া ও জাবালিয়ায় তীব্র আর্টিলারি শেলিং চালিয়েছে। এতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতাল ও কামাল আদওয়ান হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের এই আগ্রাসনে গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকটে ভুগছে গাজার জনগণ। অবরুদ্ধ এই ভূখণ্ডের প্রায় ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় আকাশ ও স্থলপথে লাগাতার হামলা চালাচ্ছে। এসব হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরসহ হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের শান্তি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল তাদের অভিযান বন্ধ করেনি।

ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজা এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি হামলা থামার কোনো লক্ষণ নেই।

Comments
Loading...