Connecting You with the Truth

গিনিতে কারাগার থেকে পালানোর সময় পুলিশে গুলিতে নিহত ১১

gini

আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়া নিউ গিনির একটি কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ১১ কয়েদি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। দেশটির ল্যা মেট্রোপলিটন পুলিশ সুপার এন্থনি ওয়াগামবাইয়ি ১১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছ্নে বলে শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
দেশটির বুইমো সংশোধানাগার (কারাগার) প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ৩০ জনের বেশি কয়েদি এ কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কয়েদিদের গুলি করে। এতে ১১ কয়েদি নিহত হন। পালানো সময় কারা রক্ষিদের ওপর হামলা চালায় কয়েদিরা।
গত বছর একই কারাগার থেকে ৫০ জনের বেশি কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। সম্প্রতি দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো।

Comments
Loading...