Connecting You with the Truth

গোমূত্রে সারবে ক্যান্সার, দাবি বিজেপির

image_121501_0আন্তর্জাতিক ডেস্ক:

না আর কোনো দামি ওষুধ, কেমোথেরাপি অথবা রেডিয়েশনের প্রয়োজন পড়বে না। ক্যান্সার সারানোর যুগান্তকারী ওষুধ আবিষ্কার করে ফেলেছেন বিজেপি-র এক সাংসদ। তিনি বলেন, ‘আপনি যদি নিজেকে ক্যান্সারের হাত থেকে বাঁচাতে চান, তাহলে আগে গো হত্যা রুখতে হবে। কারণ গোমূত্রই ক্যান্সার নিরাময়ের একমাত্র ওষুধ। আমি হলফ করে বলতে পারি একশো শতাংশ নিরাময় হবে। তবে এখানে কেউ এটা মানতে চান না ‘ এতেই শেষ নয়, তিনি আরও বলেন, গোবর এবং গোমূত্রের অনেক রকম ব্যবহার আছে। ক্যান্সার ছাড়া আরও অনেক রোগের নিরাময় সম্ভব এতে। গো হত্যাকে পাপ বলে চিহ্নিত করে সাংসদ শঙ্করভাই এন বলেছেন বেদ-এ গরুকে মাতৃজ্ঞানে পূজা করা হতো। আর কেউ কেই সেই গোমাংস খান। বিস্মিত সাংসদ বলেন, ‘কী হচ্ছে এ সব! এদেশে গরুদের রক্ষা করতে না পারলে ভারতকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না!’

Comments