চট্টগ্রাম পলিটেকনিক-এ ২০১৪-১৫ সেশনের ওরিয়েন্টশন অনুষ্ঠিত
ডবলমুরিং প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১৪-১৫ সেশনের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ছালেহ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে তোমাদেরকে অবশ্যই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করতে হবে। তিনি আরো বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীতে এই দেশকে চীন, কোরিয়া, জাপানের মতো আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দেশে পরিণত করবে। এইসময় তিনি নবীন ছাত্র-ছাত্রীদের শিক্ষাঙ্গনে কোনো ধরনের শিক্ষা বহির্ভূত কাজে জড়িত না হয়ে পাঠ্যপুস্তকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান কেপায়েত উল্লাহ, কম্পিউটার বিভাগীয় প্রধান জাবেদ ইকবাল ও তড়িতকৌশলের বিভাগীয় প্রধান মাহে আলমসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ । উল্লেখ্য, এবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই শিফট মিলিয়ে সাতটি বিভাগে প্রায় একহাজার ছাত্র-ছাত্রী দেশের স্বনামধন্য এই পলিটেকনিকে ভর্তি হয়।