চট্টগ্রাম মহানগর এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর-ডিলার এসোসিয়েশনের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত
এম আর মিলন(ব্যুরো প্রধান,চট্টগ্রাম ):
চট্টগ্রাম মহানগর এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর-ডিলার এসোসিয়েশনের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে নগরীর আগ্রাবাদ সৌদি বাংলা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সদস্য সচিব এবং আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি,অনুষ্ঠানে সভপতিত্ব করেন আলহাজ্ব সাইফুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ এজাজুল হক। অনুষ্ঠানে অতিথিরা গ্যাস ডিস্ট্রিবিউটর-ডিলার এসোসিয়েশন কে স্বাগত জানান এবং ভবিষ্যৎ এ এই সংগঠন এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া ও এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর-ডিলার,বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।