চট্টগ্রামের সদরঘাট থানা এলাকা থেকে ৬০০ বস্তা সার উদ্ধার
এম.আর মিলন (ব্যুরো প্রধান চট্টগ্রাম):
চট্টগ্রামের সদরঘাট থানা এলাকা থেকে
অবৈধভাবে মজুত করা ৬০০ বস্তা সার জব্দ করেছে পুলিশ।এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিন্নাত আলী (৩০) নামে একজনকে গ্রেফতারসহ একটি ট্রাক ও আরেকটি কাভার্ডভ্যান জব্দ করেছে সদরঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নগরীর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রমিজ আহমদ বিষয়টা নিশ্চিত করে।
এদিকে পুলিশ জানিয়েছে,গত ১০ ডিসেম্বর রাত ২টার দিকে নগরীর সদরঘাট থানাধীন স্ট্র্যান্ড রোড ডিএসপি ঘাটের খালি জায়গায় মালামাল বোঝাই ১টি ট্রাক
(ঢাকা মেট্রো-ড-১৪-৫৫৩৯) এবং চট্টমেট্রো-শ-১১-২৩৪১ কাভার্ডভ্যান থেকে ৬০০ বস্তা গ্রানুলার সার বস্তা করা হয়। একই সঙ্গে সারের জিন্নাত আলীকে (৩০) গ্রেফতার করা হয়।
গ্রেফতার জিন্নাত আলী কর্ণফুলী উপজেলার শিকলবাহা দ্বীপ কালামোড়ল এলাকার বদন হাজীর বাড়ির মৃত খলিল আহমেদের ছেলে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রমিজ আহমদ বলেন, গ্রেফতার জিন্নাত আলীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জিন্নাত আলী প্রথমে সারগুলো বিভিন্ন কারখানা ও লাইসেন্সকৃত বললেও পরে সারগুলো অবৈধ স্বীকার করেন।ট্রাকযোগে অন্যত্রে এসব সার নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল।