Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চন্দনাইশের নতুন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা

মোঃ ওয়াসিম উদ্দিন,চট্টগ্রাম:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ঝন্টু বিকাশ চাকমা। সোমবার (১ সেপ্টেম্বর) তিনি বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে ৩৮তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‎ঝন্টু বিকাশ চাকমা রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের মন্যারামপাড়া গ্রামের সন্তান। তিনি খেদারমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

‎তিনি চন্দনাইশে সহকারী কমিশনারের(ভূমি) নিয়মিত দায়িত্বের পাশাপাশি দোহাজারী পৌরসভা ও ৫ নং বরমা ইউনিয়ন পরিষদে প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

ঝন্টু বিকাশ চাকমা জানান, ‘ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সেবা সহজীকরণ নিশ্চিত করতে কাজ করে যাব। উপজেলার ভূমি সংক্রান্ত সমস্যা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ধর্ষণ, ছিনতাইসহ সকল সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বদা নিজেকে নিয়োজিত রাখব। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

Leave A Reply

Your email address will not be published.