চসিকের সামনে থেকে তুলে নেওয়া হল ঠিকাদারকে
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি করর্পোরশন ভবনের সামনে থেকে দুর্বৃত্তরা তুলে নিয়েছিল এক ঠিকাদারকে, এক ঘণ্টা পর পুলিশ তাকে উদ্ধার করেছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে হাজী আবু বকর নামের ওই ঠিকাদারকে তুলে নেওয়া হয়। আবু বকর একটি দরপ্রস্তাব জমা দিতে এসেছিলেন। তা দিতে বাঁধা দেওয়া হচ্ছিল বলে তার ছোট ভাইয়ের স্ত্রী ও কাউন্সিলর আনজুমান আরা বেগম অভিযোগ করেছেন। বিষয়টি মেয়রকে জানানো হয়েছিল বলে ওই কাউন্সিলর দাবি করলেও মেয়র এম. মঞ্জুর আলম বলছেন, তিনি কিছুই জানেন না। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আনজুমান আরা বলেন, গতকাল পোস্তার পাড় ছাগলের বাজারের দরপত্র জমা দেওয়ার দিন ছিল। “হাজী আবু বকর দরপত্র জমা দিতে গেলে তাকে বাঁধা দেয়া হয়। পরে সবার চোখের সামনে নগর ভবনের সামনে থেকে জোর করে কয়েকজন যুবক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।” কাউন্সিলর আনজুমান আরা বলেন, “বিষয়টি মেয়রকে জানানো হলেও প্রথমে তিনি গুরুত্ব দেননি। পরে চট্টগ্রাম মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি।” তুলে নেওয়ার পর দুর্বৃত্তরা পোস্তার পাড় এলাকায় আবু বকরকে রেখে দিয়ে যায়।
কোতোয়ালি থানার এসআই আসিফ ইকবাল বলেন, নগর ভবনের সামনে থেকে তুলে নেওয়া ওই ঠিকাদারকে ডবলমুরিং থানার পোস্তার পাড় থেকে উদ্ধার করা হয়। আবু বকরের ঘটনায় ক্ষুব্ধ সিসিসি’র ঠিকাদার সমিতির সভাপতি মনজুর আলম মঞ্জু বলেন, “মেয়র মহোদয়কে আগেও টেণ্ডার সংক্রান্ত বিভিন্ন বাঁধার বিষয়ে জানিয়ে প্রতিকার পাইনি। “উনি কোনো উদ্যোগ না নেয়াতেই আজকের ঘটনা ঘটল।” এ বিষয়ে সিসিসি’র সচিব রশিদ আহমদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি মিটিং এ ব্যস্ত আছি। এ বিষয়ে আমি কিছু জানি না।”মেয়র মনজুর আলম বলেন, “তাই না কি? এরকম কিছু তো শুনিনি। আচ্ছা ভাই, আমি খোঁজ নিয়ে দেখছি।”