Connecting You with the Truth

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড

fire picচাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মেঘনা নদীর সফরমালী এলাকায় যাত্রীবাহী লঞ্চ এমভি মিতালীর একটি কেবিনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লঞ্চের মাস্টারের বরাত দিয়ে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুর রহমান জানান, রাত ৯টা ৪০ মিনিটে যাত্রী নিয়ে চাঁদপুর বিকল্প নৌ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চটি। ২০ মিনিট পর মেঘনা নদীর সফরমালী এলাকায় গেলে লঞ্চের একটি কেবিনে আগুন লাগে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে লঞ্চের যাত্রীদের মধ্যে। পরে কিছুক্ষণের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন লঞ্চের কর্মচারীরা। চাঁদপুর বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments