Connecting You with the Truth

চারঘাটে প্রাচীন মুদ্রা উদ্ধার

uddhar picরাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটের তিলিবাড়ি এলাকা থেকে প্রাচীন ধাতব মুদ্রা ও কাগজের নোট উদ্ধার করেছের্ যাব। এগুলোর মধ্যে ১৯০৩ থেকে শুরু করে ১৯৬৬ সালের মুদ্রাও রয়েছে। গত কাল ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তিলিবাড়ি এলাকা থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়।র্ যাব-৫ এর (রাজশাহী) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমের্ যাব জানতে পারে প্রাচীন মুদ্রা দেশের বাইরে পাচার করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে উপজেলার তিলিবাড়ি এলাকায় অভিযান চালায়র্ যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল। তবের্ যাবের উপস্থিতি টের পেয়ে মুদ্রাগুলো ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। উদ্ধার করা মুদ্রাগুলোর মধ্যে তিন হাজার ৬৭টি ধাতব মুদ্রা এবং আটটি কাগজের নোট রয়েছে। এগুলোর মধ্যে ১৯০৩ থেকে শুরু করে ১৯৬৬ সালের বাংলাদেশি ও পাকিস্তানি মুদ্রা এবং কাগজের নোটও ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments
Loading...