চুয়াডাঙ্গা মাদক ব্যবসায়ী রুনা খাতুন গ্রেফতার
ভ্রাম্যমাণ প্রতিনিধি, চুয়াডাঙ্গা সদর:
গত বুধবার বিকাল ৪টার দিকে আলমডাঙ্গার স্টেশন পাড়া থেকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সফুর স্ত্রী রুনা খাতুনকে আটক করেছে । জানা গেছে, আলমডাঙ্গা স্টেশনপাড়ার সাজ্জাদুল ইসলাম সফু এবং তার স্ত্রী রুনা খাতুন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। কিছুদিন আগে এই সংবাদ পেয়ে গাংনী র্যাব-৬ ইয়াবাসহ সফুকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করেন। কিন্তু মাদক ব্যবসায়ী সফু গ্রেফতার হবার পরেও তার স্ত্রী রুনা খাতুন এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ডিবির এসআই ইব্রাহিমের নেতৃত্বে ডিবি পুলিশের এক বিশেষ দল সফুর স্ত্রী রুনার ঘরে অভিযান চালিয়ে ২৮ পুরিয়া হিরোইনসহ তাকে গ্রেফতার করে। আলমডাঙ্গা থানা সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং সর্বশেষ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।