Connecting You with the Truth

চুয়াডাঙ্গায় ঝড়ে গাছচাপায় একজনের মৃত্যু

Chuadangaচুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় দাউদ হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দাউদ হোসেন ছয়ঘরিয়া গ্রামের হায়াত আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, রবিবার বিকালে কালবৈশাখী ঝড় শুরু হলে একটি আমগাছ ভেঙে দাউদ হোসেনের ঘরের উপর পড়ে। ওইসময় ঘরে থাকা দাউদ হোসেন গাছের চাপায় মারাত্মক আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মৃত্যু হয় তার। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments
Loading...